Views Bangladesh Logo

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

তীতে তাদের সঙ্গে যা যা ঘটেছে, সব মাফ করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।

পথসভায় জামায়াত আমির বলেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না—এই কথা দিয়েছি এবং আমরা আমাদের কথা রেখেছি।

তিনি আরও বলেন, ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দোষারোপ, তোষামোদি, ধোঁকা-মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। অতীতে সবচেয়ে দুঃখ-কষ্ট পাওয়া দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।

তিনি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ