নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংসতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে শনিবার (২০ সেপ্টেম্বর) হাজারো বিক্ষোভকারী রাস্তায় নামেন অভিবাসনবিরোধী দাবিতে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে । প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারগ্যাস ও পানি কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পাথর ও বোতল ছোড়েন। এতে অন্তত ৩০ জনকে আটক করা হয় এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হন। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ সহিংসতাকে “পুরোপুরি অগ্রহণযোগ্য” আখ্যা দিয়েছেন।
ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্সকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি। পরে সামাজিক মাধ্যমে সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, “এটি মূর্খদের কাজ, একেবারেই অগ্রহণযোগ্য।”
সংঘর্ষ চলাকালীন বামপন্থী দল ডি৬৬-এর প্রধান কার্যালয়ের জানালা ভাঙচুর করা হয়। দলের নেতা রব জেটেন জানান, কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কার্যালয়ে তখন কেউ ছিলেন না। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “উগ্র সহিংসতাকারীদের হাতে আমরা আমাদের দেশ কখনোই তুলে দেব না।”
প্রসঙ্গত, অভিবাসন ইস্যু নিয়ে গত জুনে নেদারল্যান্ডস সরকার ভেঙে যায়, যখন কট্টর-ডানপন্থি পিভিভি দল শাসক জোট থেকে সরে যায়। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি প্রতীক হাতে ধরে পুলিশের সঙ্গে মুখোমুখি হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে