'জেন জি' বিক্ষোভের সহিংসতাকে 'অপরাধ' বললেন প্রধানমন্ত্রী কার্কি
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, গত সপ্তাহে ‘জেন জি’ আন্দোলনের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুর দেশবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড।
রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, সহিংস ঘটনাগুলো তদন্ত করে সত্য বের করা হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
শুক্রবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই কার্কি শপথ নেন। শপথ গ্রহণের পর তিনি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা ঘোষণা করেন এবং সরকারের রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।
কার্কি বলেন, 'মাত্র ২৭ ঘণ্টায় এমন পরিবর্তন আমি কখনো দেখিনি। আন্দোলনকারীদের দাবিগুলো বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
তিনি আরও উল্লেখ করেন, নিজের ইচ্ছায় নয়, জনগণের অনুরোধে তিনি এ দায়িত্ব নিয়েছেন। আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংস ঘটনাকে তিনি পরিকল্পিত আখ্যা দিয়ে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও তুলে ধরেন।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী জানান, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে সংঘটিত ভাঙচুরের তদন্ত করা হবে। পাশাপাশি তিনি দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে