Views Bangladesh Logo

নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী লীগ আমলের মতো হবে না, এবার ভোট সম্পূর্ণ নিরপেক্ষ হবে। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতেই হবে।

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে এসব মন্তব্য করেন।

ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এই নির্বাচনের লড়াই হবে সবচেয়ে কঠিন। এটি এমন একটি লড়াই যেখানে পিছনে টানার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করেছে। তবে দেশের যত সংস্কার এসেছে, তার সবই বিএনপির হাত ধরেই সম্ভব হয়েছে। দেশের সব ইতিবাচক অর্জনও বিএনপির অবদানের ফল, দাবি করেন তিনি।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ