Views Bangladesh Logo

প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই

লকাতার প্রখ্যাত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সকাল ১০টার দিকে দমদমে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কলকাতার আর্টিস্ট ফোরাম।

শিল্পী মহল জানায়, অসুস্থতা সত্ত্বেও বাসন্তী চট্টোপাধ্যায় শেষ সময় পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন। সর্বশেষ তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক গীতা এলএলবি-তে অভিনয় করেন। শারীরিক কষ্ট নিয়েও দমদম থেকে সোনারপুর পর্যন্ত যাতায়াত করতেন শুটিংয়ের জন্য। চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ ও সাড়ে চার হাজার টাকার ইনজেকশন নিতে হতো তাকে।

মৃত্যুর সময় বাসন্তী চট্টোপাধ্যায় বাড়িতে একজন সেবিকার সহায়তায় ছিলেন। পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মেয়ে, বর্তমানে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছেন।

তার অসুস্থতার সময় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। এ ছাড়া অভিনেতা স্নেহাশিস চক্রবর্তীও তার চিকিৎসায় সহায়তা করেছিলেন।

বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন ছিল বৈচিত্র্যময়। ঠগিনী ও আমি সে ও সখাসহ বহু চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে।

তার দীর্ঘদিনের গৃহপরিচারিকা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বড় কোনো জটিলতা না থাকলেও গত ছয় মাসে তিনি প্রচণ্ড কষ্ট ভোগ করেছেন। হঠাৎ করেই চলে যাওয়া এই শিল্পী রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও সৃষ্টিশীলতার অনন্য দৃষ্টান্ত।

তার প্রয়াণে শোকাভিভূত বিনোদন অঙ্গন তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ