Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ১০০: স্বরাষ্ট্রমন্ত্রী কাবেল্লো

মার্কিন হামলায় ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেল্লো। বুধবার (৭ জানুয়ারি) রাতে দেওয়া এই বক্তব্যই কারাকাসের পক্ষ থেকে প্রকাশিত প্রথম হতাহতের সরকারি তথ্য।

এর আগে ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানায়নি। তবে দেশটির সেনাবাহিনী পৃথকভাবে ২৩ জন সামরিক সদস্য নিহত হওয়ার একটি তালিকা প্রকাশ করেছিল।

সরকারি কর্মকর্তাদের দাবি, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে ‘ঠান্ডা মাথায় হত্যা’ করা হয়েছে।

এ ছাড়া কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের ৩২ জন সামরিক ও গোয়েন্দা সদস্যও ওই অভিযানে নিহত হয়েছেন।

কাবেল্লোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিযানের সময় আটক হওয়া মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস দুজনই আহত হয়েছেন। ফ্লোরেসের মাথায় আঘাত লাগে এবং মাদুরো পায়ে চোট পান।

এদিকে, মঙ্গলবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযানে নিহত সামরিক সদস্যদের স্মরণে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ, দেশটির নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছে এবং মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও নজরদারি বাড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ