Views Bangladesh Logo

মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো বলেছেন, ‘আমরা ভেনেজুয়েলাকে মার্কিনিদের জন্য জ্বালানির প্রাণকেন্দ্রে রূপান্তর করব। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। বাজারগুলো উন্মুক্ত করে দেব। বিদেশি বিনিয়োগকে সুরক্ষা দেব।’

সোমবার (৫ জানুয়ারি) ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির কাছে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মাচাদো।

৩ জানুয়ারিকে ‘ঐতিহাসিক দিন’ উল্লেখ করে মাচাদো বলেন, ‘আমরা দেশ থেকে পালাতে বাধ্য হওয়া লাখো নাগরিককে ফিরিয়ে আনব। যাতে তারা একটি শক্তিশালী ও উন্নয়নশীল জাতি, উন্মুক্ত সমাজ গঠনে অবদান রাখতে পারেন। আমরা আগের প্রশাসনের সব ধরনের ধ্বংস, অপরাধমূলক কার্যক্রমকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। আমরা ভেনেজুয়েলাকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হিসেবে প্রতিষ্ঠা করব।’

নিকোলাস মাদুরোকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘সেদিন (৩ জানুয়ারি) ‘ন্যায়বিচারের হাতে স্বৈরাচারের পরাজয়’ হয়েছে।

হ্যানিটিকে মাচাদো বলেন, ‘ন্যায়বিচারের হাতে স্বৈরাচারের পরাজয়ের দিন হিসেবে ইতিহাসের পাতায় ৩ জানুয়ারি স্মরণীয় হয়ে থাকবে। এটি একটি মাইলফলক। এটা শুধু ভেনেজুয়েলার মানুষ ও তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নয়,আমি মনে করি এটা বিশ্বজুড়ে মানবতা, স্বাধীনতা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকা নিশ্চিতের পথে বিশাল পদক্ষেপ।’

ফক্স নিউজকে তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলার মুক্তির পর প্রাথমিকভাবে দেশটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে মিত্র হিসেবে কাজ করবে। লাতিন আমেরিকার অপরাধ চক্রগুলোর কার্যক্রম বানচাল করে সমগ্র অঞ্চলে নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করা হবে। এসব অপরাধী চক্র আমাদের জনগণ ও অবকাঠামোর অনেক ক্ষতি করেছে। এমন কী, মার্কিন জনগণও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চক্রগুলো ভেঙে ফেলার কাজে সবচেয়ে শক্তিশালী মিত্র হবে ভেনেজুয়েলা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ