Views Bangladesh Logo

ভেনিজুয়েলা মুক্ত হবেই, মাদুরোকে গ্রেপ্তারের পর মাচাদোর বার্তা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে সামনে এসেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় মাচাদো দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, 'ভেনেজুয়েলাবাসী, স্বাধীনতার মুহূর্ত এসে গেছে।' তিনি আরও বলেন, আজ আমরা আমাদের জনগণের ভোট ও ম্যান্ডেট কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত।

দেশের ভেতরে থাকা নাগরিকদের উদ্দেশে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের অফিসিয়াল মাধ্যমগুলোর মাধ্যমে যা জানানো হবে, তা পালন করার জন্য প্রস্তুত থাকুন।' বিদেশে থাকা ভেনেজুয়েলানদেরও তিনি সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং সারা বিশ্বের সরকার ও নাগরিকদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পরামর্শ দেন।

মাচাদো বার্তায় বলেন, 'এই চূড়ান্ত মুহূর্তগুলোতে আমার সকল শক্তি, আত্মবিশ্বাস এবং ভালোবাসা গ্রহণ করুন। আসুন সবাই সতর্ক থাকি এবং একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখি। ভেনিজুয়েলা মুক্ত হবেই!'

উল্লেখ্য, মাচাদো সাম্প্রতিক বছরগুলোতে মাদুরো সরকারের বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক ও প্রতীক হয়ে উঠেছেন। অন্যদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীকে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য সস্ত্রীক নিউইয়র্কে আনা হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা দিয়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ