Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

ভেনেজুয়েলায় যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র -এমন শঙ্কা তৈরি হয়েছে দেশটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনাকারী সংঘবদ্ধ মাদকচক্রকে টার্গেট করেই এ সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ উদ্দেশ্যে অন্তত ১০টি যুদ্ধবিমান পুয়ের্তো রিকোতে মোতায়েন করা হচ্ছে বলে মার্কিন সরকারি সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র এসব চক্রকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ প্রস্তুতিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন জোরপূর্বক তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। মাদুরো বলেন, 'ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান করতে হবে।'

তিনি আরও জানান, ট্রাম্পের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে এবং দুই দেশের মধ্যে এমন কোনো মতবিরোধ নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় সংলাপ ও আলোচনায় আগ্রহী বলেও উল্লেখ করেন মাদুরো।

এদিকে, ট্রাম্প নিজে অবশ্য ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের কোনো সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করেছেন। তবে তিনি দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনকে 'খুবই অদ্ভুত' বলে মন্তব্য করেছেন।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত সেই বিতর্কিত নির্বাচনে বিজয়ী হয়ে মাদুরো আবারও ক্ষমতায় বসেন, যদিও পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ নির্বাচনটিকে বৈধতা দেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ