যুক্তরাষ্ট্রে ৬৬ ভেনেজুয়েলীয় শিশু আটক, দাবি কারাকাসের
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ৬৬ জন ভেনেজুয়েলীয় শিশুকে আটক করে রেখেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এতে এই শিশুরা অভিভাবকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযোগ করে ভেনেজুয়েলা সরকার।
ভেনেজুয়েলার ‘রিটার্ন টু দ্য হোমল্যান্ড’ কর্মসূচির সভাপতি কামিলা ফাব্রি এই ঘটনাকে “নিষ্ঠুর ও অমানবিক নীতি” হিসেবে বর্ণনা করেছেন। যা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
কারাকাস সরকার এই শিশুদের অবিলম্বে ভেনেজুয়েলার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে, যাতে তাদের দেশে ফিরিয়ে আনা যায়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, সহিংসতা, মুদ্রাস্ফীতি, অপরাধ এবং খাদ্য ও ওষুধের ঘাটতির কারণে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৭ লাখেরও বেশি ভেনেজুয়েলীয় নাগরিক দেশ ছেড়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২১ জন ভেনেজুয়েলীয় শিশুকে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে একজন শিশু মার্চ মাসে অভিবাসন অভিযানে আটক ২৫২ জনের একজনের কন্যা সন্তান। ওইসব আটক ব্যক্তিদের পরে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া হয়। আটক অবস্থায় তাদের ওপর নির্যাতনের অভিযোগও উঠেছিল।
ফাব্রি আরও জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত ১০,৬৩১ জন ভেনেজুয়েলীয় নাগরিক দেশে ফিরেছেন, যাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত এবং মেক্সিকোতে আটকে পড়া ব্যক্তিরাও।
ভেনেজুয়েলার এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে