Views Bangladesh Logo

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত ও যুক্তরাষ্ট্র

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ ‘ইউএস-ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপের ফ্রেমওয়ার্ক’ সংক্রান্ত একটি চুক্তি বিনিময় করেছেন।

এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এই উন্নয়নের ঘোষণা দিয়ে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ বলেন, দুই দেশের ‘প্রতিরক্ষা সম্পর্ক কখনোই এত শক্তিশালী ছিল না’

হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তিনি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নতুন এই কাঠামোটি স্বাক্ষর করেছেন।

পূর্বে ডিপার্টমেন্ট অব ডিফেন্স নামে পরিচিত ডিপার্টমেন্ট অফ ওয়ারের প্রধান জানান, এই চুক্তি ভারত-মার্কিন প্রতিরক্ষা অংশীদারিকে এগিয়ে নিয়ে যাবে এবং এটিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধের একটি ভিত্তিপ্রস্তর’ হিসেবে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছি। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক কখনোই এত শক্তিশালী ছিল না।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ১০-বছরের এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং হেগসেথের সঙ্গে তার বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

তিনি এক্সে এক পোস্টে বলেন, ‘কুয়ালালামপুরে আমার মার্কিন প্রতিপক্ষ হেগসেথের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা ১০ বছরের ‘ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস-ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ’ স্বাক্ষর করেছি। এটি আমাদের ইতিমধ্যেই শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্বে এক নতুন যুগের সূচনা করবে।’

তিনি আরো উল্লেখ করেন, এই প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক ‘ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের সমগ্র ক্ষেত্রকে নীতিগত দিকনির্দেশনা দেবে।

রাজনাথ সিং এবং পিট হেগসেথের মধ্যে এই বৈঠকটি কুয়ালালামপুরে আসিয়ান-ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর অনুষ্ঠিতব্য আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক প্লাসের (এডিএমএমপ্লাস) আগে এই অনানুষ্ঠানিক বৈঠকটি ডাকা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ