Views Bangladesh Logo

‘ইউশা...আমাকে ছেড়ে যাসনে মা’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১১ বছরের নূরি জান্নাত ইউশাকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিসিইউতে। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।


সিসিইউর সামনে ইউশার মা আয়েশা আক্তারের আহাজারি যেন থামছিলোই না। তিনি চিৎকার করে বলছিলেন- ‘আমার ছোট্ট মেয়েটার শরীর পুড়ে গেছে, ও কাতরাচ্ছে। কতো রক্ত ঝরছে আমার ছোট্ট মেয়েটার। আমি কি করবো...? ইউশা...আমাকে ছেড়ে যাসনে মা। তুই না থাকলে আমিও থাকবো না। আল্লাহ আমার মেয়ে বাঁচাও।’


তিনি বলছিলেন, ‘স্কুল ভবনটি ছাড়া ওইখানে অধিকাংশ জায়গা ফাঁকা। পাশে তিনটা মাঠ, বড় একটা লেক। এতো জায়গা থাকতে ওই একটা স্কুলে ভবনেই প্লেনটা পড়লো! আমি এর বিচার চাই। কতো যে মায়ের বুক আজ খালি হলো। ছোট ছোট বাচ্চারা...আহা। আমরা কার কাছে বিচার দেব?’


বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্তের ঘটনায় সোমবার সন্ধা ৬টা পর্যন্ত পুড়ে যাওয়া ৭২ শিশুকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ