১২ বছরে পা রাখল ইউএস-বাংলা এয়ারলাইন্স
দেশীয় বেসরকারি বিমান খাতের অগ্রদূত ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই মাত্র একটি উড়োজাহাজ নিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা সংস্থাটি এখন ২৪টি উড়োজাহাজ নিয়ে দেশ ও বিশ্বের বিভিন্ন রুটে নিরবচ্ছিন্ন ফ্লাইট পরিচালনা করছে।
প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে সংস্থাটি জানায়, শুরু থেকেই তারা সময়নিষ্ঠ সেবা, যাত্রী সন্তুষ্টি ও গন্তব্য সম্প্রসারণে গুরুত্ব দিয়ে এসেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে দুটি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ।
এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, যশোর ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে তারা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ, দুবাই, জেদ্দা, রিয়াদ, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর ও গুয়াংজু শহরে যাত্রী পরিবহন করছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আরও একটি এয়ারবাস যুক্ত করা, এবং ২০২৬ সালের মধ্যে লন্ডন ও রোম ও ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টো রুটে ফ্লাইট চালুর লক্ষ্য।
টানা তিন বছর "সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন" স্বীকৃতি পাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স এই অর্জন তাদের যাত্রী, অংশীদার ও কর্মীদের প্রতি উৎসর্গ করেছে। তাদের মতে, এই সহযোগিতাই ইউএস-বাংলাকে দেশের শীর্ষস্থানীয় বিমান সংস্থায় পরিণত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে