ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, মোট বিমান ২৫টি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় বৃহদায়তন এয়ারবাস এ৩৩০-৩০০। নতুন এয়ারবাসটি যুক্ত হওয়ায় এখন সংস্থাটির মোট বিমান সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে স্পেনের ট্যুরেল থেকে উড়ে এসে এয়ারবাসটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪৩৬ আসনবিশিষ্ট এই আধুনিক এয়ারবাসটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউএস-বাংলা জানিয়েছে, নতুন যুক্ত হওয়া এই এয়ারবাস দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০। বিমান সংখ্যার বিচারে এটি দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স।
ইউএস-বাংলা বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে