গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় তাৎক্ষণিক, শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে এই ভেটো দেয় ওয়াশিংটন।
ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছর আগে শুরু হওয়া যুদ্ধ নিয়ে এটি যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো।
১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের প্রস্তাবিত খসড়া প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব বন্দিকে তাৎক্ষণিক ও শর্তহীন মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলি বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানানো হয়েছিল।
ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪ সদস্য দেশ এসব প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
ভোটের আগে নিরাপত্তা পরিষদকে ডেনমার্কের জাতিসংঘ দূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, “গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত হয়েছে— এটি অনুমান নয়, ঘোষণা নয় বরং নিশ্চিত বাস্তবতা। ইসরায়েল গাজা সিটিতে তাদের সামরিক অভিযান বাড়িয়েছে, যা বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।”
গত মাসে গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিশ্চিত করে একটি আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, এই সংকট আরও তীব্র হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র বারবার তাদের ভেটো দেয়ার কারণ ব্যাখ্যা করে বলছে, এমন প্রস্তাব কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে খর্ব করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে