Views Bangladesh Logo

৫৫ মিলিয়ন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে ৫৫ মিলিয়নেরও বেশি বৈধ ভিসাধারীর রেকর্ড পর্যালোচনার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা বৈধ অভিবাসীদের জন্যও দেশত্যাগের আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই পর্যালোচনার লক্ষ্য হলো ভিসা লঙ্ঘন, অতিরিক্ত অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতা চিহ্নিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, “সব ভিসাধারীই নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছেন। যদি কেউ অযোগ্য বলে বিবেচিত হন, তাদের ভিসা বাতিল করা হবে এবং তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বের করে দেয়া হবে।

এদিকে পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বাণিজ্যিক ট্রাকচালকদের জন্য কাজের ভিসা অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ তিনি লেখেন, “বিদেশি চালকরা আমেরিকানদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় ট্রাকচালকদের জীবিকা হুমকির মুখে ফেলছে।”

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে কঠোর হন। শুরুতে শুধু অপরাধীদের লক্ষ্য করার কথা বলা হলেও অভিবাসন অধিকারকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন হাজার হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ৪ লাখ অভিবাসীকে বহিষ্কার করতে পারে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে রেস্টুরেন্ট, নির্মাণস্থল, খামার এমনকি আদালতেও অভিযান চালানো হয়েছে, যেখানে বৈধ কাজের অনুমতি বা বিচারাধীন মামলার অভিবাসীরাও আটক হচ্ছেন।

এছাড়া বহু বছর ধরে দুর্যোগপীড়িত দেশগুলোর নাগরিকদের জন্য চালু থাকা মানবিক প্যারোল ও অস্থায়ী সুরক্ষিত মর্যাদার মতো কর্মসূচিগুলোও সীমিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

এই কঠোর নীতির আওতায় পড়েছেন শিক্ষার্থী ভিসাধারীরাও। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ