ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, আগামীকাল কার্যকর
আগামীকাল বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের পর এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ফলে আগের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত আরও ২৫ শতাংশ যুক্ত হয়ে মোট আমদানি শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে।
মার্কিন স্টেটস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ এই নতুন সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করেছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে ভারতের অব্যাহত তেল আমদানি রাখায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোকে অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।
এর আগে আগস্টের শুরুতে ভারতীয় আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই সিদ্ধান্তে শুল্কহার দ্বিগুণ করা হলো, যা মূলত মস্কোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ।
এদিকে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা এ সিদ্ধান্তকে “অযৌক্তিক, উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য” বলে আখ্যায়িত করেছে।
এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে