Views Bangladesh Logo

পদত্যাগ করলেন সেই সিইও

বশেষে পদত্যাগ করলেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রন, যিনি কনসার্টে এক সহকর্মীকে আলিঙ্গনের ঘটনায় ভাইরাল হয়েছিলেন। প্রতিষ্ঠানটি তাদের লিংকডইন প্রোফাইলে এক বিবৃতির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, অ্যান্ডি বায়রন স্বেচ্ছায় সিইও পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেন এবং কোম্পানির পরিচালনা পর্ষদ তা গ্রহণ করে। এর আগে, শুক্রবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এখন চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি-জয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার সূত্রপাত হয় গত বুধবার রাতে, যুক্তরাষ্ট্রের বোস্টনে কোল্ডপ্লে-এর একটি কনসার্টে। কনসার্ট চলাকালে বিশাল স্ক্রিনে দর্শক সারির এক যুগলকে আলিঙ্গন করতে দেখা যায়। ক্যামেরায় নিজেদের মুখ ভেসে উঠতেই তাঁরা দ্রুত মুখ ফিরিয়ে নেন। এই দৃশ্য মুহূর্তেই কৌতূহলের জন্ম দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ ছিল কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিনের কৌতুকপূর্ণ মন্তব্য। তিনি বলেন, ‘হয় তারা পরকীয়ায় লিপ্ত, অথবা খুবই লাজুক!’—এই মন্তব্যের পরই অনলাইনে ‘পরকীয়া’ সন্দেহ ছড়াতে শুরু করে এবং ভিডিওটি টিকটকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ