Views Bangladesh Logo

গাজাবাসীদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

গাজা অঞ্চলের বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যার মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এই সিদ্ধান্তের ফলে গাজাবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে গেল, বিশেষ করে শিশুদের জন্য—যারা প্রায়ই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতো।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “সাম্প্রতিক দিনগুলোতে অল্পসংখ্যক অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনা করে দেখার জন্য গাজার নাগরিকদের সবরকম ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে।”

ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড (পিসিআরএফ) এক বিবৃতিতে বলেছে, “গাজা থেকে আহত ও গুরুতর অসুস্থ শিশুদেরকে জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতায় এই সিদ্ধান্ত বিপর্যয়কর ও অপরিবর্তনীয় প্রভাব ফেলবে।”

এই স্থগিতাদেশ এসেছে যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমারের সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো প্রচারণার পর। তিনি গাজা থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আনা রোগীদের বিরুদ্ধে দাবি করেন, এসব ব্যক্তি হামাস ও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

ভিসা স্থগিতের ঘোষণার পর লুমার নিজেই এর কৃতিত্ব দাবি করেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।

পিসিআরএফ জানিয়েছে, ২০২৪ সালে তারা এখন পর্যন্ত ১৬৯ জন শিশুকে চিকিৎসার জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ