Views Bangladesh Logo

গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

র্কটিক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও যুক্তরাষ্ট্র বিবেচনায় রাখছে—এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের দাবি- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নিরাপত্তা টিম কূটনৈতিক পথের পাশাপাশি সামরিক হস্তক্ষেপসহ সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা করছেন। গ্রিনল্যান্ডের ওপর দীর্ঘদিন ধরে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে আসা ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে এই মন্তব্য গভীর উদ্বেগ ও অস্বস্তি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী অবস্থানের পরিপ্রেক্ষিতে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপের একাধিক প্রভাবশালী দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনসহ ছয়টি দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে—গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র সেই দ্বীপের জনগণ ও ডেনমার্কের।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন যুক্তরাষ্ট্রের বক্তব্যের তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে সম্মানজনক সংলাপের পথে এগিয়ে আসার অনুরোধ করেন।

প্রায় ৫৭ হাজার জনসংখ্যার এই দ্বীপে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপকে ন্যাটোর আদর্শ ও বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে নতুন বাণিজ্যপথ উন্মুক্ত হওয়া এবং সেখানে থাকা বিপুল বিরল খনিজ সম্পদের কারণেই গ্রিনল্যান্ডকে ঘিরে পরাশক্তিগুলোর আগ্রহ বেড়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই যুক্তরাষ্ট্র দ্বীপটিতে নিজেদের প্রভাব বিস্তারে আগ্রহী। তবে দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের অংশবিশেষ জোরপূর্বক দখলের হুমকি আটলান্টিক অঞ্চলের কূটনৈতিক সম্পর্ককে নজিরবিহীন সংকটের মুখে ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি নিউজ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ