Views Bangladesh Logo

ভেনেজুয়েলার তেল রপ্তানির সঙ্গে যুক্ত দুই ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে উত্তর আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে পৃথক দুই অভিযানে দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তর আটলান্টিকে আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী এলাকায় প্রায় দুই সপ্তাহ ধরে অনুসরণের পর রুশ পতাকাবাহী ট্যাঙ্কার মারিনেরাতে অভিযান চালায় মার্কিন বাহিনী।

অভিযানে যুক্তরাজ্যের রয়্যাল নেভি লজিস্টিক সহায়তা করে। পৃথক আরেক অভিযানে ক্যারিবীয় সাগরে এম/টি সোফিয়া নামের একটি ট্যাঙ্কার জব্দ করা হয়। এটির বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ ভেনেজুয়েলান তেলের ওপর আরোপিত অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে—বিশ্বের যেকোনো প্রান্তে।”

রুশ পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়া দাবি করেছে, জাহাজটির নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কারটির নিরাপত্তায় একটি রুশ সাবমেরিন মোতায়েন করা হয়েছিল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রতিরোধ ছাড়াই মারিনেরাতে বোর্ডিং সম্পন্ন করা হয়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, মারিনেরা ‘ভেনেজুয়েলান শ্যাডো ফ্লিট’-এর অংশ। ভুয়া পতাকা ব্যবহার করায় জাহাজটিকে কার্যত রাষ্ট্রহীন হিসেবে চিহ্নিত করা হয় এবং আদালতের আদেশের ভিত্তিতে সেটি জব্দ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ