কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর শনিবার (২৭ সেপ্টেম্বর) এক্সে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে পেত্রো নিউইয়র্ক সিটির রাস্তায় বিক্ষোভে যোগ দেন। এ সময় মার্কিন নিরাপত্তা বাহিনী তাকে রাস্তা থেকে সরিয়ে দাঁড়াতে বললেও তিনি আদেশ অমান্য করেন।
আল-জাজিরার প্রতিবেদনে দেখা যায়, পেত্রো জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীর সঙ্গে অংশগ্রহণ করেন। খবর আল-জাজিরার
জাতিসংঘে শুক্রবার দেওয়া ভাষণে পেত্রো ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। তিনি ইসরায়েলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তোলেন। এছাড়াও পেত্রো প্রস্তাব দেন, এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে ফিলিস্তিনকে মুক্ত করা হোক এবং ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে