ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি নৌঘাঁটির কাছে নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে (প্যারাশুটের মাধ্যমে) সক্ষম হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সিএনএনের সহযোগী চ্যানেল কেএফএসএনের ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া উঠছে। ঘটনাটি ঘটেছে ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি খোলা কৃষিজমিতে।
ফ্রেসনো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, স্থানীয় জরুরি সেবা, চিকিৎসা সহায়তা এবং অগ্নিনির্বাপক কর্মীদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বিমানটি ছিল এফ-৩৫ সি সংস্করণের, যা নৌবাহিনীর যুদ্ধবিমান পরিচালন দল 'ভিএফএ-১২৫'-এর অন্তর্ভুক্ত। 'রাফ রেইডারস' নামে পরিচিত এই দলটি পাইলট ও বিমানকর্মীদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
এফ-৩৫ সি বিশেষভাবে বিমানবাহী যুদ্ধজাহাজে ওঠানামার উপযোগী করে তৈরি। এফ-৩৫ বিমানের তিনটি আলাদা সংস্করণ রয়েছে—এফ-৩৫ এ (বিমান বাহিনী), এফ-৩৫ বি (সমুদ্র সেনা বাহিনী), এবং এফ-৩৫ সি (নৌবাহিনী)।
চলতি বছরে এটি দ্বিতীয়বারের মতো এফ-৩৫ বিধ্বস্ত হওয়ার ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কায় একটি এফ-৩৫ এ প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনায় পড়ে। সেখানেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
উল্লেখযোগ্য যে, লকহিড মার্টিন কোম্পানি নির্মিত এফ-৩৫ একটি পঞ্চম প্রজন্মের গোপন প্রযুক্তির যুদ্ধবিমান (স্টেলথ), যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টির বেশি দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। তবে বিগত কয়েক বছরে বিমানটির রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতির জটিলতা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে