নিউইয়র্কের ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির জয়কে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শহরটির ওপর যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। তিনি আরও দাবি করেছেন, মামদানির জয়ের ফলে নিউইয়র্ক শীঘ্রই ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার মায়ামিতে দেওয়া এক বক্তৃতায় বলেন, 'আমরা বিষয়টি দেখব।' তবে তিনি ব্যাখ্যা দেননি কীভাবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হলো। তিনি আরও বলেন, ফ্লোরিডা শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে।
ট্রাম্প বলেন, 'আমেরিকানদের সামনে এখন সিদ্ধান্ত খুব পরিষ্কার- আমরা কমিউনিজম বেছে নেব, না কমনসেন্স? আমরা অর্থনৈতিক দুঃস্বপ্ন নয়, বরং অর্থনৈতিক অলৌকিকতা চাই।' তিনি বলেন, 'আমরা চাই নিউইয়র্ক সফল হোক' এবং ইঙ্গিত দিয়েছেন, মামদানিকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কিছুটা সহায়তা দেওয়া হতে পারে।
অন্যদিকে জয়ী মেয়র জোহরান মামদানি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনায় আগ্রহী। তিনি বলেন, 'প্রেসিডেন্টের জন্য শেখার বিষয় হলো- শুধু শ্রমজীবী মানুষের সংকট চিহ্নিত করলেই হবে না, সেই সংকট মোকাবিলায় বাস্তব পদক্ষেপও নিতে হবে।' অভিবাসী মুসলিম রাজনীতিক হিসেবে ‘আউটসাইডার’ থেকে মেয়র নির্বাচিত হওয়া মামদানি নাগরিক সেবায় মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে