ভারতকে ‘শুল্কের মহারাজা’ আখ্যা যুক্তরাষ্ট্রের, রাশিয়ার তেল কেনায় কড়া সমালোচনা
ভারতকে আবারও কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে আখ্যা দেওয়া হয়েছে ‘শুল্কের মহারাজা’ হিসেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখে নয়াদিল্লি “লাভজনক বাণিজ্য খেলা” চালাচ্ছে।
নাভারো জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। পাশাপাশি রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার কারণে ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক যোগ হবে।
তার দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারির আগে প্রায় শূন্য পর্যায় থেকে ভারতের রাশিয়ান তেল আমদানি এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। নাভারোর ভাষায়, “ভারতের এই তেলের দরকার নেই। এটা রিফাইনিং লাভ ভাগাভাগির খেলা—ক্রেমলিনের জন্য মানি লন্ডারিং।”
ভারত অবশ্য জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়ার তেল কেনা বন্ধ হবে না। সম্প্রতি মস্কো সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “বছরের পর বছর যুক্তরাষ্ট্র নিজেই বলেছে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেল কিনতে।”
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকেই ভারত তেল আমদানি নাটকীয়ভাবে বাড়িয়েছে। এখন রাশিয়ার মোট রপ্তানির প্রায় ৩৭ শতাংশই যাচ্ছে ভারতে। নাভারো অভিযোগ করেন, ভারত সস্তায় তেল কিনে তা শোধন করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বেশি দামে বিক্রি করছে। তিনি একে বলেন “ভারতের রিফাইনিং শিল্পের মুনাফাখোরি।”
ট্রাম্প প্রশাসন আগেই ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছে। নতুন শাস্তিমূলক শুল্কে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।
তথ্য বলছে, ২০১৯–২০ সালে ভারতের মোট আমদানির মাত্র ১.৭ শতাংশ ছিল রাশিয়ান তেল, যা ২০২৪–২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশের বেশি। বর্তমানে ভারতই বিশ্বের সবচেয়ে বড় রাশিয়ান অপরিশোধিত তেল আমদানিকারক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে