হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরান-ইসরায়েল উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষায়, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হবে ‘খুবই বিপজ্জনক’।
তবে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুতির কথাও জানান। যদিও একইসঙ্গে তার অভিযোগ— ‘আমাদের জনগণের ওপর যখন বোমা পড়ছে, তখন আলোচনা সম্ভব নয়।’
আরাঘচির দাবি, ‘এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র প্রথম দিন থেকেই অংশ নিয়েছে।’ যদিও এ নিয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার পরিকল্পনা অনুমোদনের খবরও গণমাধ্যমে এসেছে। তবে শর্তসাপেক্ষে—ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হয়, তাহলে তিনি হামলা থেকে বিরত থাকতে পারেন।
এ প্রসঙ্গে আরাঘচি বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের পথ খুঁজতে প্রস্তুত। কূটনীতি অতীতেও সফল হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু কূটনৈতিক পথে ফিরতে হলে আগ্রাসন থামাতে হবে।’
২০১৫ সালের পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, ‘বছরের পর বছর ধরে যেসব ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে— তা থেকে উত্তরণের পথ কূটনীতিতেই আছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে