ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি, শুল্ক কমলো ১৯ শতাংশে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে একটি নতুন বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কহার ৩২ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি ফোনালাপে আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করেন। তবে ইন্দোনেশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি বিষয়ে কোনও মন্তব্য দেয়নি।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'তারা (ইন্দোনেশিয়া) ১৯ শতাংশ শুল্ক দেবে, আর আমরা কিছুই দিচ্ছি না। আমাদের কোম্পানিগুলো ওখানে পুরো বাজার পাচ্ছে।'
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দোনেশিয়াকে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি সতর্কতামূলক চিঠি পাঠানো হয়। হোয়াইট হাউস থেকে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার গতি বাড়ে।
ইন্দোনেশিয়া ছাড়াও ট্রাম্প প্রশাসনের শুল্ক হুমকির তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা।
ট্রাম্প জানান, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও প্রস্তুত পণ্যের ওপর তাদের নিজস্ব শুল্কহার কমাবে, যা নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ ছিল।
বাণিজ্য সম্পর্ক তুলনামূলকভাবে ছোট হলেও, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক লেনদেন সাম্প্রতিক সময়ে দ্রুত বাড়ছে। নতুন এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে