ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ দূতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতনের তথ্য উপস্থাপন করায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন,' আলবানিজ আমাদের দেশের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন।'
তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলবানিজ বলেছেন, তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'মাফিয়া পদ্ধতিতে ভয় দেখানোর বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এখন ব্যস্ত দেশগুলোকে গণহত্যা বন্ধ এবং দায়ীদের শাস্তির বিষয়টি স্মরণ করিয়ে দিতে।'
তিনি আরও বলেন, 'যারা এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে, আমি তাদের বিরুদ্ধেই কাজ করছি। নিষেধাজ্ঞা দিয়ে আমাকে দমানো যাবে না।'
বুধবার সকালে ইউরোপের কিছু দেশের সমালোচনা করে আলবানিজ বলেন, 'যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে এসব দেশ।
নিজের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, 'ইতালি, ফ্রান্স ও গ্রিসের নাগরিকদের জানা উচিত, আন্তর্জাতিক আইন ভাঙার প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরই দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে।'
প্রসঙ্গত, ইসরায়েলের সামরিক অভিযানে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করে আসছেন ফ্রান্সেসকা আলবানিজ। তার এসব অবস্থানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে মনে করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে