ইরান থেকে তেল আমদানিতে ৬ ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইরান থেকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির অভিযোগে ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানগুলো জেনেশুনেই ইরানি তেল ও রাসায়নিক পণ্যের সঙ্গে বড় অঙ্কের লেনদেনে জড়িয়েছে। যদিও ইরানের তেল বাণিজ্য সীমিত রাখতে যুক্তরাষ্ট্রের আগে থেকেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
সবচেয়ে বেশি অর্থমূল্যের লেনদেনের অভিযোগ রয়েছে অ্যালকেমিক্যাল সল্যুশনস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় ৮৪ মিলিয়ন ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে।
এ ছাড়া, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস ৫১ মিলিয়ন, জুপিটার ডাই কেম ৪৯ মিলিয়ন, রামনিকলাল এস. গোসালিয়া অ্যান্ড কোম্পানি ২২ মিলিয়ন, পারসিস্টেন্ট পেট্রোকেম ১৪ মিলিয়ন এবং কাঞ্চন পলিমারস ১.৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানির অভিযোগ পেয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয়েছে। মার্কিন নাগরিক ও কোম্পানিগুলোর সঙ্গে তাদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনো লেনদেন করলে তা ফেডারেল আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে, যদি না মার্কিন অর্থ দপ্তর থেকে অনুমোদন নেওয়া হয়।
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে