উত্তর কোরিয়া-মিয়ানমারের অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
উত্তর কোরিয়া ও মিয়ানমারের অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনা বাড়ায়। এ প্রক্রিয়ায় যুক্ত ছিল মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)।
নিষেধাজ্ঞার আওতায় এসেছে রয়্যাল শুন লেই কোম্পানি, এর পরিচালক অউং কো কো উ, দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং, কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু এবং কর্মকর্তা ন্যাম চোল উং। কোমিডের এই দুই কর্মকর্তা অস্ত্র অর্ডার, চালান ও অর্থ লেনদেনের পুরো প্রক্রিয়া উত্তর কোরিয়ার সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্র এর আগে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, 'উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি।'
তবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার বিষয়ে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাস কোনো মন্তব্য করেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে