Views Bangladesh Logo

বাজেট অচল, ছয় বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন

বাজেট পাসে ব্যর্থতার কারণে ছয় বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন শুরু হয়েছে। এতে বহু সরকারি কর্মী বেতন ছাড়া ছুটিতে পাঠানো হতে পারে এবং বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে এই শাটডাউন কার্যকর হয়েছে। সিনেটে শেষ মুহূর্তের ব্যয়বাজেট বিল পাস না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এটি ২০১৮-১৯ সালের পর যুক্তরাষ্ট্রে প্রথম শাটডাউন। তবে জরুরি পরিষেবা, যেমন জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণ চালু থাকবে। অন্যান্য বিভাগ ও কর্মীরা বেতন ছাড়া ছুটিতে থাকতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত দলীয় দ্বন্দ্বই এ ধরনের অচলাবস্থার মূল কারণ। ২০১৮-১৯ সালে দেশের ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউন হয়েছিল, তখনও লাখো সরকারি কর্মী বেতন ছাড়াই কাজ চালিয়ে গিয়েছিলেন বা সাময়িক ছুটিতে ছিলেন।

শাটডাউনের প্রভাব সাধারণ মানুষকেও পড়তে পারে। পাসপোর্ট, ঋণ, সরকারি অনুদান বা জাতীয় উদ্যান বন্ধ হয়ে যাওয়ার মতো কারণে দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ