Views Bangladesh Logo

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্র

নুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে এ প্রক্রিয়া শুরু হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর জানায়, ডব্লিউএইচও থেকে বেরিয়ে আসার পুরো প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে।

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে, ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহি এবং স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে তাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বিশেষ করে মহামারিকে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিতে সংস্থাটির দেরি করাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া ডব্লিউএইচও একাধিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে বলেও অভিযোগ করেন ওই কর্মকর্তা।

ট্রাম্প প্রশাসনের দাবি, চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে অনেক বেশি আর্থিক অনুদান দিয়ে এসেছে। পাশাপাশি ডব্লিউএইচওর ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক সংস্থাটির মহাপরিচালক হননি বলেও তারা উল্লেখ করেছে। সূত্র: বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ