Views Bangladesh Logo

ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজে মার্কিন হামলায় ১১ চোরাচালানি নিহত

ভেনেজুয়েলার কাছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় মাদক বহনকারী জাহাজে সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দেশটির গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ১১ জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদক পাচারকারীরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাচারের চেষ্টা চালালে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলাটিকে ‘মাদক-সন্ত্রাসী সংগঠন’ পরিচালিত একটি জাহাজের বিরুদ্ধে ‘মারাত্মক হামলা’ বলে অভিহিত করেছেন।

ওভাল অফিসের বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জাহাজটিতে ‘প্রচুর মাদক’ ছিল। মার্কিন বাহিনী সেটিকে ‘গুলি করে’ আটকেছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তাকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছিলেন।

নিজের ট্রুথ সোশ্যাল একাউন্টের পোস্টে ট্রাম্প পরে জানান, ওই হামলায় ১১ জন মাদক চোরাচালানি নিহত হলেও মার্কিন বাহিনীর কেউ হতাহত হননি। তিনি সতর্ক করে বলেন, ‘দয়া করে এটি এমন কারো জন্য সতর্ক করে দিন, যারা আমেরিকায় মাদক আনার কথা ভাবছেন। সাবধান!’

ট্রাম্পের ঘোষণায় উত্তাল সমুদ্রে একটি মোটরবোটে আগুন ধরার আগের ভিডিওচিত্র যুক্ত ছিল।

ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি নানেজ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। কিন্তু কোনো প্রমাণ দেননি তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তারে তথ্য দিতে ৫০ মিলিয়ন ডলার পুরষ্কারের ঘোষণাও দিয়েছে। মাদকপাচার রোধেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বাহিনীকে আরও শক্তিশালী এবং অতিরিক্ত নৌযান, হাজার হাজার মেরিন ও নাবিক মোতায়েন করেছে।

মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে চলমান পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘এটি থেকে আরও কিছু অর্জন এসেছে’।

পক্ষান্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ প্রতিহতের প্রতিশ্রুতি এবং এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক মোতায়েনের নিন্দা জানিয়েছেন মাদুরো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ