ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ট্রাম্প।
তিনি বলেন, ‘আমাদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ। আমরা দীর্ঘ সময় এই ইস্যুতে কথা বলেছি এবং যুদ্ধের অবসানে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি ও শি— দুজনেই মনে করি, রাশিয়া ও ইউক্রেন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যার অবসান সহজ নয়। শি আমাকে জানিয়েছেন যে তিনি আমাদের সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে একসঙ্গে কাজ করবেন। আমাদের পক্ষ থেকে এর বেশি কিছু করা সম্ভব নয়।’
ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার আগ্রহ ও সদিচ্ছার অভাব রয়েছে— অভিযোগ তুলে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনে রাশিয়া তার ‘যুদ্ধমেশিন’ সচল রেখেছে বলেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।
‘আমাদের মূল আলোচ্য বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। শি বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে, তাহলে তা কেবল দু’দেশের জন্যই নয়— গোটা বিশ্বের জন্যই উপকারী হবে। আমি তার সঙ্গে একমত। বর্তমানে বিশ্বে নানা সংকট চলছে, আর এসব সমাধানে বড় ও প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে,’ বলেন ট্রাম্প।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে