Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালান যাচ্ছে ইসরায়েলে

গাজায় যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুমোদিত এই চুক্তির আওতায় হেলিকপ্টার, ট্যাংকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে।

রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের বরাত দিয়ে প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল (ট্যাংক) অন্তর্ভুক্ত রয়েছে। হেলিকপ্টারের দাম ধরা হয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকের দাম প্রায় ১৯০ কোটি ডলার। এছাড়া ৭০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ ও গোলাবারুদও থাকছে এ চুক্তিতে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকা পুরোপুরি দখলের অভিযানে নেমেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন এই অস্ত্র চালান সেই অভিযানে ব্যবহার করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছে ১ লাখ ৬৬ হাজারের বেশি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত দুই বছরে অন্তত ছয়বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তুললেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এর মধ্যেই ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ