Views Bangladesh Logo

জি–২০ সম্মেলন বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, এবারের সম্মেলনে কোনো মার্কিন সরকারি প্রতিনিধি অংশ নেবেন না।

ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার শ্বেতাঙ্গ কৃষকদের প্রতি অন্যায় আচরণ করছে। তার দাবি, এ কারণেই দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্ভব নয়।

প্রথমে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের বদলে ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন। তবে সর্বশেষ জানা গেছে, তিনিও যাচ্ছেন না।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটা লজ্জাজনক যে জি–২০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি দেশটিতে শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখল ও হামলার অভিযোগ তুলেছেন।

তবে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ‘বর্ণবৈষম্যের অবসানের তিন দশক পরও শ্বেতাঙ্গ নাগরিকরা এখনো তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছেন। তাদের ওপর পদ্ধতিগত নিপীড়নের অভিযোগ মিথ্যা।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র–দক্ষিণ আফ্রিকা সম্পর্ক নিয়ে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। ট্রাম্প এ সপ্তাহে এক ভাষণে বলেছেন, দক্ষিণ আফ্রিকাকে জি–২০ থেকে বাদ দেয়া উচিত। এর আগেও ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি–২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বয়কট করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ