Views Bangladesh Logo

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০ ছাড়াতে পারে

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত করা এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০ জন ছাড়াতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

সরকারি সিভিল ডিফেন্স দপ্তরের উপপ্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো বুধবার (১ অক্টোবর) ম্যানিলায় সাংবাদিকদের জানান, 'আমরা ক্রমাগত নতুন হতাহতের সংখ্যা পাচ্ছি, বিষয়টি এখনো পরিবর্তনশীল। বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট আসছে যে প্রায় ৬০ জন এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।'

মঙ্গলবার রাতের এই ভূমিকম্প আঘাত হানে সেবু দ্বীপের উত্তর প্রান্তের জনবহুল শহর বোগো এলাকায়, যার জনসংখ্যা প্রায় ৯০ হাজার। এতে ভবন ধসে পড়ে এবং সড়ক ফেটে যায়। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ