সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে করে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না।
শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন, আর চীন ভোটদানে বিরত থাকে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদে উদ্যোগ নিয়ে আসছিল।
আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপরই আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এইচটিএস ছিল আল-কায়েদার সহযোগী শাখা। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সালের মে মাস থেকে সংগঠনটি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র এটি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।
বিবিসি-এর তথ্য অনুযায়ী, আগামী সোমবার আহমেদ আল-শারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এর আগে রিয়াদ সফরের সময় চলতি বছরের মে মাসে তাদের মধ্যে প্রথম বৈঠক হয়।
ওই বৈঠকের পর ট্রাম্প শারাকে ‘দৃঢ়চেতা নেতা’ ও ‘শক্ত অবস্থানের অধিকারী ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে বলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পথে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে