জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস
জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মাত্র ১০টি দেশ, আর বিরত থাকে ১২টি দেশ।
ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিতে হামাসকে গাজার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানো ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাবটি আরব লিগসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে।
ইসরায়েল এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর্সটেইন একে 'বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাস' আখ্যায়িত করে বলেন, এটি ইসরায়েলের জন্য ‘লজ্জাজনক’।
অন্যদিকে, ফিলিস্তিন নেতৃত্ব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে।'
ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে স্পষ্ট করে বলেন, 'পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব নয়।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে