Views Bangladesh Logo

উন্নয়নের ইঞ্জিন সচল করতে দাতাদের সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

লবায়ু বিশৃঙ্খলা ও বিশ্বজুড়ে সংঘাতের মধ্যেও উন্নয়নের ইঞ্জিন পুনরায় সচল করতে দাতা দেশগুলোর প্রতি সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (৩০ জুন) স্পেনের সেভিয়ায় শুরু হওয়া চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে তিনি এই আহ্বান জানান। খবর এএফপির।

জাতিসংঘ মহাসচিব এমন সময়ে এই আহ্বান জানালেন, যখন মার্কিন নেতৃত্বাধীন সংস্থাসহ বিভিন্ন দাতা দেশ বৈশ্বিক প্রকল্পে অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এতে দারিদ্র্য দূরীকরণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই হুমকির মুখে পড়েছে।

তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, চার হাজারের বেশি ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে — অনুদান সংকটে স্থবির হয়ে পড়া দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া প্রকল্পগুলোতে নতুন গতি আনা।

ভাষণে আন্তোনিও গুতেরেস জানান, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর দুই-তৃতীয়াংশই এখন পর্যন্ত অর্জনের পথে নেই। এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নে প্রতিবছর প্রয়োজন ৪ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ।

তিনি বলেন, “অর্থ সংকটে শিশুরা টিকা পাচ্ছে না, মেয়েরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে, আর পরিবারগুলো অনাহারে দিন কাটাচ্ছে। বৈষম্য, জলবায়ু বিশৃঙ্খলা ও সহিংসতায় নড়বড়ে হয়ে পড়া এ বিশ্বে টেকসই উন্নয়ন সম্ভব নয়, যদি না আমরা উন্নয়নের ইঞ্জিন মেরামত করি। আর এ জন্য সহযোগিতা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।”

গুতেরেস অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইউএসএআইডির বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সও সহায়তা খাত থেকে অর্থ কমিয়ে প্রতিরক্ষা ব্যয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

দাতব্য সংস্থা অক্সফামের তথ্য অনুযায়ী, ১৯৬০ সালের পর এবারই বৈশ্বিক অনুদান হ্রাসের পরিমাণ সবচেয়ে বেশি। অন্যদিকে, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৮০০ মিলিয়নের বেশি মানুষ প্রতিদিন তিন ডলারেরও কম আয়ে জীবনযাপন করছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাব-সাহারান আফ্রিকার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ