Views Bangladesh Logo

মার্কিন শান্তি পরিকল্পনায় যৌথ সমঝোতা, বৈঠক হতে পারে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে

উক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিচুক্তি বিষয়ে যৌথ বোঝাপড়া হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কিয়েভের কাছে ২৮ দফার এক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছিল। এ পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, উভয় পক্ষের পরামর্শ অনুযায়ী মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে। তিনি বলেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে, একই সময় সেনাবাহিনীর প্রশাসনিক প্রধান ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ড্রিসকল এই সপ্তাহে কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প আরও বলেন, তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী, তবে তা তখনই সম্ভব যখন চূড়ান্ত শান্তি চুক্তি কার্যত সম্পন্ন বা চূড়ান্ত পর্যায়ে থাকবে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, পরিকল্পনায় উভয় পক্ষ কিছু ভূমি ছাড় দিতে পারে এবং সীমান্ত পুনর্বিন্যাসের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তিনি কোনো পক্ষের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।

ক্রেমলিন জানিয়েছে, সংশোধিত পরিকল্পনা সম্পর্কে এখনও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং কোনো পরিবর্তন মেনে নেওয়া নাও হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, প্রাথমিক মার্কিন কাঠামো গ্রহণযোগ্য হলেও বড় ধরনের পরিবর্তন পরিস্থিতি “মৌলিকভাবে ভিন্ন” করে দিতে পারে।

এদিকে জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং এ মাসের মধ্যে বৈঠক আয়োজনের লক্ষ্য রয়েছে। মার্কিন কর্মকর্তারা রাশিয়ার উদ্বেগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি, তবে ড্রিসকল ও রাশিয়ার প্রতিনিধি সোমবার ও মঙ্গলবার আবু ধাবিতে বৈঠক করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কিছু মূল ইস্যু এখনও অমীমাংসিত রয়েছে, যার মধ্যে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ রয়েছে। ইউরোপীয় নেতারা আশাবাদী হলেও প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত সমাধান নিয়ে সংশয় প্রকাশ করছেন।

নিরাপত্তা বিষয়টি শান্তি আলোচনা চলার প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। জেলেনস্কি জানিয়েছে, পুতিনের দাবি হলো রাশিয়া যে অঞ্চল দখল করেছে তার আইনি স্বীকৃতি দেওয়া। রাশিয়া দাবি করে, ইউক্রেনকে পূর্ব দোনবাস অঞ্চল ছাড়তে হবে এবং বর্তমানে ক্রিমিয়া, খেরসন ও জাপোরিঝঝিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

এদিকে যুদ্ধ চলছেই। রাশিয়া ও ইউক্রেন উভয়ই মঙ্গলবার রাতে জাপোরিঝঝিয়ায় হামলা চালানোর দাবি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ