Views Bangladesh Logo

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তাব ইউক্রেনের

উক্রেন রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা স্থগিত হওয়ার পর এবার পূর্ব ইউরোপের দেশটি আবারও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার উদ্যোগ নিয়েছে।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিও বার্তায় জানান, নতুন নিয়োগপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ ইতোমধ্যে তার রুশ সমকক্ষ কর্মকর্তাকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতির লক্ষ্যে যা যা প্রয়োজন, সবই করতে হবে। রাশিয়াকে এখন সিদ্ধান্ত নিতে হবে—আর লুকিয়ে থাকার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “শান্তি নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ে একটি বৈঠক অপরিহার্য। একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব পর্যায়ের সংলাপ জরুরি।” এ সময় তিনি আবারও সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরা জানায়, সম্প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ওপরই শান্তি আলোচনায় গতি আনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ