Views Bangladesh Logo

যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ ইঙ্গিত দেন তিনি।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, বেশ কয়েকটি বিষয়ে দুই নেতা একমত হলেও কিছু বড় ইস্যুতে সমঝোতা হয়নি। ফলে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে। আমরা এসব নিয়ে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে আমরা সম্মত হয়েছি।”

তিনি আরও বলেন, “আমি মনে করি আমরা যুদ্ধ শেষের খুব কাছাকাছি আছি। ইউক্রেনকে এই বাস্তবতা মেনে নিতে হবে।”

সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “শক্তিশালী” এবং “কঠোর” ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তবে তার দাবি, বৈঠকটি ছিল “খুব উষ্ণ এবং ইতিবাচক”।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য কোনো পরামর্শ আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প সংক্ষেপে বলেন, “যুদ্ধ বন্ধের চুক্তি করুন।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ