Views Bangladesh Logo

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। গ্রেট হল অব দ্য পিপলে প্রায় ৪০ মিনিট চলা এই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকের পর তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং স্টারমার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

স্টারমার আশা প্রকাশ করেছেন, এই আলোচনার মাধ্যমে ব্রিটেন ও চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে। এটি ২০১৮ সালের পর প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর, যা দীর্ঘদিনের অবিশ্বাস ও তিক্ততার পর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কিংস কলেজ লন্ডনের চীন-বিষয়ক অধ্যাপক কেরি ব্রাউন বলেন, ব্রিটেন ও চীন একাধিক চুক্তি ঘোষণা করতে পারে, যা দুই দেশের উন্নত সম্পর্কের প্রমাণ দেবে। ইউরোপ ও পশ্চিমা দেশগুলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে, চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে।

স্টারমারের সফরটি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীনে বাণিজ্য চুক্তি করার পরপরই অনুষ্ঠিত হচ্ছে। চীনও এই সফরকে ‘গুরুত্বপূর্ণ সময়’ হিসেবে দেখছে এবং ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ