Views Bangladesh Logo

টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে নিহত ১৯ , নিখোঁজ ২১

ক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালোই। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। ঝড় আছড়ে পড়ার আগের দিন থেকেই শুরু হয়েছিল ভারী বর্ষণ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলীয় এনঘে এন ও হা তিন প্রদেশ। নিহত ও নিখোঁজদের সবাই এ দুই প্রদেশের বাসিন্দা, যারা ভূমিধস ও হড়পা বানের শিকার হন। দুই প্রদেশে অন্তত এক লাখ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং নষ্ট হয়েছে প্রায় ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

এ ছাড়া ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

ভিয়েতনামে আঘাত হানার আগে বুয়ালোই ফিলিপাইনে তাণ্ডব চালায়। সেখানে ২৬ জনের মৃত্যু এবং অন্তত ১৪ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ