Views Bangladesh Logo

নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান চলাচল নিষিদ্ধ করল তুরস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে নিজেদের আকাশসীমা ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। এখন থেকে ইসরায়েলের কোনো বিমান তুরস্কের আকাশ দিয়ে উড়তে পারবে না।

শুক্রবার (২৯ আগস্ট) পার্লামেন্টে গাজা নিয়ে বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, “ইসরায়েলের সঙ্গে আমরা সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুরস্কের কোনো জাহাজকে তাদের বন্দরে যেতে দিচ্ছি না, আবার আমাদের আকাশসীমায় ইসরায়েলি বিমান প্রবেশ করতেও দিচ্ছি না।”

এর আগে গত বছরের মে মাসে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় আঙ্কারা। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ নিশ্চিত করার শর্তও জানায় তুরস্ক। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।

সম্প্রতি তুর্কি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞাও কার্যকর করেছে আঙ্কারা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না এবং তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলে যেতে পারছে না।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাধিকবার গাজায় ইসরায়েলি হামলাকে “গণহত্যা” হিসেবে অভিহিত করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি বাহিনীর প্রধান ও সাবেক প্রেসিডেন্ট হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ