Views Bangladesh Logo

মার্কিন হামলার আশঙ্কা: এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াল তুরস্ক

রানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলার তীব্র বিরোধিতা করে প্রকাশ্যে দেশটির পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। ইরানের অভ্যন্তরীণ সমস্যার শান্তিপূর্ণ সমাধান কেবল ইরানি জনগণের হাতেই থাকা উচিত বলেও মন্তব্য আঙ্কারার।

শুক্রবার (৩০ জানুয়ারি) ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেন।

ফিদান বলেন, আমরা প্রতিটি সুযোগে আমাদের অংশীদারদের জানিয়েছি যে ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ যেকোনো সমস্যার সমাধান বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই ইরানি জনগণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।

সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি ‘বিশাল নৌবহর’ ইরানের কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলা এড়াতে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, তবে তার জবাব হবে ‘দ্রুত ও সর্বাত্মক’। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও চাপমুক্ত শর্তে আলোচনার পথ এখনও খোলা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ