Views Bangladesh Logo

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) জানিয়েছে, ভূমিকম্পের পর স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে। উপসাগর ও প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।

ফিভলকস উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে ও সমুদ্রে থাকা জেলেদের উপকূলে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ফিলিপাইনের কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত উঠতে পারে। সংস্থাটি আরও সতর্ক করেছে, সুনামির প্রভাবে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়েও ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ