Views Bangladesh Logo

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবি মিথ্যা: আল-জাজিরার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ হওয়ার উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া এক বক্তৃতায় মার্কিন অর্থনীতি সম্পর্কে তার অধিকাংশ দাবি বাস্তবের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রমাণিত হয়েছে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার তথ্য যাচাই প্রতিবেদনে দেখা গেছে, মূল্যস্ফীতি, ওষুধের দাম, শুল্ক নীতি ও কর্মসংস্থান সংক্রান্ত ট্রাম্পের প্রদত্ত পরিসংখ্যান সরকারি নথিপত্রের সঙ্গে মিলছে না। তিনি তার বক্তৃতায় দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নেই এবং ওষুধের দাম ৬০০ শতাংশ কমেছে, যা অর্থনীতিবিদদের মতে গাণিতিক ও বাস্তবিকভাবে সম্ভব নয়।

মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের দাবির সত্যতা যাচাই করা হলে দেখা গেছে, তিনি গত তিন মাসে মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যে থাকার কথা বলেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (BLS) তথ্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ এবং সামগ্রিক মূল্যস্ফীতি ২.৭ শতাংশে পৌঁছেছে।

ওষুধের দাম কমানোর তার দাবি নিয়েও সংশয় দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, তার “সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ” কর্মসূচির কারণে ওষুধের দাম ৩০০–৬০০ শতাংশ কমেছে, যা অর্থনীতিবিদদের মতে বাস্তবসম্মত নয়। কারণ, ১০০ শতাংশ কমানো মানে পণ্য বিনামূল্যে পাওয়া, তার চেয়েও বেশি কমানো অর্থ হলো কোম্পানি ক্রেতাকে টাকা দিচ্ছে—যা অসম্ভব।

শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যও ভুল বলে ধরা হয়েছে। তিনি দাবি করেছিলেন, বাইডেন কোনো শুল্ক আরোপ করেননি। কিন্তু তথ্য অনুযায়ী, বাইডেন প্রশাসন রাশিয়ার ওপর ৩৫ শতাংশ, চীনের ইলেকট্রিক গাড়ির ওপর ১০০ শতাংশ, এবং সেমিকন্ডাক্টর চিপে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সুপ্রিম কোর্টে শুল্ক মামলার রায়ের ক্ষেত্রেও ট্রাম্পের বক্তব্য আংশিক সঠিক হলেও অস্পষ্ট, কারণ রায়ের ফলে আমদানিকারকরা সব শুল্ক ফেরত পাবেন না, বরং অর্ধেকই ফেরত দেওয়া হতে পারে।

শ্রম বাজার সংক্রান্ত তথ্যেও তার দাবি বাস্তবতার সঙ্গে মেলেনি। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন ২ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই করলেও তিনি বলেছেন তারা বেসরকারি খাতে কাজ পাচ্ছেন না। তবে BLS-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৮৪ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে বাইডেন প্রশাসনের শেষ বছরে নতুন চাকরির সংখ্যা ছিল প্রায় ২০ লাখ।

গাড়ি কারখানা নির্মাণ ও বিনিয়োগের বিষয়ে ট্রাম্পের দাবি অতিরঞ্জিত বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। অক্সফোর্ড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, পরিবহন সরঞ্জাম কারখানায় বেসরকারি বিনিয়োগ গত বছরের তুলনায় কমে ১,৪৪০ কোটি ডলারে নেমে এসেছে। এছাড়া গ্যাসের দামও ট্রাম্পের দাবি অনুযায়ী নয়; বর্তমানে গ্যাসের গড় দাম গ্যালন প্রতি ২.৮২ ডলার, যা তার উল্লেখ করা ১.৯৯ ডলারের চেয়ে অনেক বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ