Views Bangladesh Logo

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, চুক্তি হয়নি

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ঘণ্টাব্যাপী এ বৈঠককে “ইতিবাচক” বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে বহুল প্রত্যাশিত এই আলোচনার শেষে কোনো শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, আলোচনায় দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে। তবে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে তা স্পষ্ট করেননি। তার মতে, দীর্ঘমেয়াদি সমাধান চাইলে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলোর সমাধান করতে হবে। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও আভাস দেন।

পুতিন বলেন, “আজকের বৈঠক শুধু ইউক্রেন সংকট সমাধানের সূচনা নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবসম্মত ও ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি করবে।” তিনি আরও দাবি করেন, ট্রাম্প যদি বাইডেনের স্থানে আগেই প্রেসিডেন্ট হতেন, তবে ইউক্রেনে রুশ হামলা হয়তো ঘটত না।

পুতিনের বক্তব্য শেষে ট্রাম্প জানান, বৈঠকে অনেক বিষয়ে অগ্রগতি হলেও কিছু বড় ইস্যুতে সমঝোতা হয়নি। “আমরা বহু বিষয়ে একমত হয়েছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ফলে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি,” বলেন ট্রাম্প।

তিনি আরও জানান, খুব শিগগিরই ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন।

সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলেন, “আমার মনে হয় মস্কোতে আমাদের বৈঠক হতে পারে।”

তবে সম্মেলনে ট্রাম্প ও পুতিন কারও কাছ থেকেই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর মেলেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ